আব্দুর রশিদ: সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মে) সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের কার্যালয়ে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগের সহ সভাপতি শেখ সাইদ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন, ‘বাঙালির আশা ও অনুপ্রেরণার উৎস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এইদিনে ১৯৮১সালের ১৭মে মৃত্যুর হুমকি নিয়ে এ দেশের মাটিতে পা রাখেন। এরপর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। যার ফলে আজকে সারাদেশের চিত্রে শুধু উন্নয়ন আর উন্নয়ন চোখে পড়ে এবং সেই সাথে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি ও স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি’ এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আতাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদ ডা. সুব্রত ঘোষ, আ.লীগ নেতা এড. জিয়াউর রহমান, পৌর আ.লীগ নেতা মোস্তাক আলী, শেখ আলমগীর হোসেনসহ জেলা আ.লীগ, পৌর আ.লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল।