ফিরোজ হোসেন: সাতক্ষীরা পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের খসড়া বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাতক্ষীরা পৌর সভার সম্মেলন কক্ষে এ বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে খসড়া বাজেট পেশ করেন পৌর সভার সিনিয়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার। সভায় বাজেটে উপাংশ-১ ও ২ সহ রাজস্ব আয় ধরা হয়েছে ১৮,০২,৯২,২৩২ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন আয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং জার্মান সহায়তাপুষ্ট ক্রিম প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। আর রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা, সমাপনী স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ২৩২ টাকা। সর্বমোট ৭১ কোটি, ০২ লক্ষ ৮৮ হাজার ৬৩৭ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদন করা হয়। এসময় পৌরসভার নাগরিক ,কাউন্সিলর , সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের খসড়া বাজেট চূড়ান্ত অনুমোদন করতে যাচ্ছি।
সাতক্ষীরা পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরে খসড়া বাজেট অনুমোদন
পূর্ববর্তী পোস্ট