নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জাতীয় কৃর্মি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পৌরসভার কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লহরী মন্ডল, সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, রেবেকা সুলতানা, তানজিলা খাতুন, পৌরসভার টিকাদান সুপারভাইজার ইবাদুল ইসলাম, ভ্যাকসিন বহনকারী আতিকুল ইসলাম,সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রীমা নাসরিন। পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসার প্রায় ৩৩হাজার শিক্ষার্থীদের ২০থেকে ২৪মার্চ পর্যন্ত ৫থেকে ১৬বছরের শিক্ষার্থী ও সকল ছাত্র -ছাত্রীদের এ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।