
ইমান আলী :
সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে অংশ নেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ , বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুল গণি, সভাপতি শ্রী উজ্জ্বল মাখাল, স্কুলের সহ-সভাপতিও বাঁকাল পি.ডি.এস একতা সংঘের সভাপতি আজিজুল ইসলাম পলাশ, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল,দৈনিক সংযোগ প্রতিদিন প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা জেলা ডেকোরেটার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামু, মোঃ নাসিরুদ্দিন, সহকারী শিক্ষক মামুন, অবিভাবক সদস্য আজিম,সুজন, সুমনসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।