সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ফিতা কেটে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদেরসহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, পৌরসভার সার্ভেয়ার মামুন প্রমুখ। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া হুনুন এর বাড়ি হতে কাজী পাড়া মোড় ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলুর বাড়ির প্রবেশ মুখ পর্যন্ত ২৫০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ২০ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।