প্রেস বিজ্ঞপ্তি: বুধবার (১৮ ডিসেম্বর) ২০১৯ তারিখে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ বাস্তবায়নে শহীদ স.ম. আলাউদ্দিন কনফারেন্স রুম, প্রেস ক্লাব ভবন, সাতক্ষীরাতে গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদরে ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ মিউনিসিপলিটি কোঅর্ডিনেশন অফিসার পরাগ মল্লিক। ওয়াস এসডিজি প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভায় গরিব প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য WASH SDG-WAI Bangladesh subprogramme implementation phase শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে উন্নত ওয়াস সুবিধাদি এবং আচরণবিধির চাহিদা বৃদ্ধিতে আচরণগত পরিবর্তনমূলক কর্মপন্থার উন্নয়ন সাধন, ওয়াস সেবা সকলের নাগালের মধ্যে এনে টেকসই ও ন্যায়সঙ্গত ওয়াস সুবিধা নিশ্চিত করা ও ওয়াস সংক্রান্ত নীতিমালা এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে সকলের জন্য ইনক্লুসিভ, টেকসই এবং ন্যায় সঙ্গত ওয়াস সেবা সরবরাহে সরকারকে সাহায্য করা যেটি সরকারের এসডিজি’র লক্ষ্য অর্জনে অবদান রাখবে। উক্ত কাজের ধারাবাহিকতায় গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ীদরে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবস্থাপনা, আর্থিক ও ক্রেতা তৈরী বিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেবার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ক এবং চিহ্নিত সমস্যা সমাধানের উপায় ও পৌরসভার সাথে লিংকেজ স্থাপন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা’র জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম। প্রশিক্ষণের মাধ্যমে ক্রেতা তৈরীর ক্ষেত্রে প্রত্যেক উদ্যোক্তাদের ভূমিকা বিষয়ক আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে হাইজিন উপকরণ তথা সাবান, হারপিক, ডেটল, টুথ ব্রাশ, পেস্ট, কটন, টয়লেট টিসু ও হ্যান্ড ওয়াস-বিতরণ করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন এইপি’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান। প্রশিক্ষণে ব্যবসায়ী বাবু, ছালেক, মো. হাবিবুর রহমান রিন্টু, সমিত ঘোষ ও ফরিদা খাতুন অংশগ্রহণ করেন।