প্রেস বিজ্ঞপ্তি: সবুজ বনায়ন, সবুজ বেষ্টনী এবং সবুজ সাতক্ষীরা উপকুল গড়ে তোলার লক্ষে সাতক্ষীরা পৌরসভায় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকুলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা। সাতক্ষীরা একটি উপকুল অঞ্চল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন শেখ এজাজ আহমেদ। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা পৌরসভায় শতাধিক গাছের চারা প্রদান করেছেন তিনি। গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভা সিনিয়র সহকারি সচিব নাজিম উদ্দিন ও সাতক্ষীরা পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।