সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সবুজ পৃথিবী তুলে দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।