নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ)/ লোকমান হোসেন, এএসআই (নিঃ)/ গোলাম মোস্তফা, এএসআই(নিঃ) / জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ৩০ এপ্রিল রাতে সাতক্ষীরা থানাধীন পাঁচরুখি সাকিনস্থ রেউর বাজার টু বাশদাহ গামী পাকা রাস্তার মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস সড়ক সংলগ্ন পাঁচরুখি মোড় থেকে পাঁচরুখী (পূর্বপাড়া) গ্রামের মাকফুর সরদারের ছেলে পলাশ সরদার (৩২)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়। অপরদিকে এসআই (নিঃ)/সেকেন্দার আলী সঙ্গীয় এএসআই ইয়ার আলী ফোর্সসহ ৩০ এপ্রিল রাতে সাতক্ষীরা থানাধীন সাতানি সাকিনস্থ (কুশখালী ইউপি) রাস্তার উপর থেকে সাতানি গ্রামের আব্দুল ওহাবের ছেলে সহিদ হাসান (২১)কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।