নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থানার পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম শান্তিরাম দাস (৩০)। সে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর টেংরা গ্রামের মৃত সাধুরাম দাসের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টায় এস,আই শরীফ এনামুল, এ,এস,আই মনিরুল ইসলাম ও আবু তাহের মাদক ব্যবসায়ী শান্তিরাম দাসের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে তার দেয়া তথ্য মতে বাড়ী তল্লাশি করে রায় শস্যের খড়ের মধ্যে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনে মোড়ানো পৃথক দুইটি গাঁজার পুটলা উদ্ধার করে। প্রতিটি গাঁজার পুটলার ওজন ১ কেজি। চোরাই পথে ভারত থেকে এসব গাঁজা এনে বাড়ীতে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখছিলবলে জানা গেছে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান গাঁজাসহ আটকের সত্যতা স্বীকার করে জানান, গোপন খবর পেয়ে মাদক ব্যবসায়ী শান্তিরাম দাসের বাড়িতে অভিযানের নির্দেশ দেই।এ অভিযান সফল হয়েছে। ওই এলাকায় সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।
উল্লেখ্য, গত দুই মাস পূর্বে মাদক ব্যবসায়ী শান্তিরাম দাস র্যাবের হাতে ৩ কেজি গাঁজাসহ আটক হয়। কিছু দিন পূর্বে জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করে।