
এএসএম মাকছুদ খান: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে ৬ষ্ট ব্যাচের প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন এবং ৫ম ব্যাচের কোর্স সমাপণী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ মোস্তফা জামান, ডার্চবাংলা ব্যাংক কাটিয়া টাউন বাজার আউটলেট সাতক্ষীরা’র প্রোপ্রাইটর এ এস এম মাকছুদ খান, বিশ্বনাথ মন্ডল, মোস্তাফিজুর রহমান মিন্টু, আরিফুল ইসলাম, জব প্লেসমেন্ট অফিসার মোঃ আনিছুর রহমান, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতার ২লক্ষ ৯০ হাজার চারশত টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও নবাগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়ার ইন্সট্রক্টর মোঃ আনারুল ইসলাম