নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনাসভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা আওয়ামীলীগের উর্দ্ধতন সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ আলহাজ¦ মো: নজরুল ইসলাম। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন সম্পাদক এড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সদস্য যথাক্রমে, শেখ আবদুর রশিদ, মো: শাহজাহান আলী, আব্দুল কাদের, আসাদুজ্জামান অসলে চেয়ারম্যান, এড. জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাছুম, নাজমুন নাহার মুন্নি, সামছুর রহমান, ইসমত আরা বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশ, তাপশ আশ্চার্য্য ও ক্বারী মিজানুর রহমান প্রমুখ।