প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অবৈধ আখ্যা দিয়ে বাতিল করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম আযম খসরু একক স্বাক্ষরে অবৈধভাবে সাইফুল করিম সাবুকে আহ্বায়ক ও মাহমুদুল আলম বিবিসিকে সদস্য সচিব করে সাতক্ষীর জেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেন। গত ৩ অক্টোবর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সাতক্ষীর জেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সংগঠন বিরোধী, গঠনতন্ত্র বিরোধী, অবৈধ ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে গঠন করা হয়েছে বিধায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে বাতিল করা হয়েছে। গত ৪ অক্টোবর’২৩, সুত্র নং-জা.শ্র.লী/কে.ক/পত্র-২০২৩/০৫৩ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পত্রে আরো উল্লেখ হয়েছে, সাতক্ষীরা জেলা শাখায় চলমান কমিটির মাধ্যমে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা পূর্র্বক দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় দপ্তরে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়। উক্ত পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির ঢাকাস্থ সভানেত্রীর কার্যালয়, সভাপতি/সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়েছে মর্মে পত্রে উল্লেখ করা হয়েছে।