সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর মৃত্যুর খবরটি সঠিক নয়। আজ সন্ধ্যা পৌর ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে খবর নিশ্চিত করা হলেও প্রকৃতপক্ষে তিনি লাইফ সাপোর্টে আছেন। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এক ফেসবুক পোস্টে সোমবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জানান, “বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ। উনার ছেলে রাজিব জানিয়েছিলেন মনসুর আহমেদ মারা গিয়েছেন কিন্তু তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।”