প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের জোটা-জোটি উদ্বোধন
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর আয়োজনে জাম্বুরী অন দ্যা এয়ার (জোটা) ও জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (জুটি) উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২৫ সকালে জেলা রোভার স্কাউটস ভবনে জোটা-জুটির উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জমান।
জেলা রোভার স্কাউটস এর কমিশনার মোঃ রোজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোঃ আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক এস এম আসাদুজ্জামান। সহকারী কমিশনার নাজমুল হক এর সঞ্চায়নায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল-শাহরিয়ার অনিক, রওনিক-ই আহমেদ প্রাপ্তি, সিনিয়র রোভার শেখ নাহিদুর রশিদ, রোভার দেলোয়ার হোসেন, রোভার নাজমুল আহসান, রোভার ফয়সাল আজম মাহি, রোভার হৃদয় মন্ডল, রোভার হিমাংশু সরকার, গার্ল ইন রোভার সাগরিকা আক্তার প্রমুখ।
পরে রোভার স্কাউটরা জোটা-জুটিতে অংশ নিয়ে বিভিন্ন দেশ ও বিদেশের রোভার স্কাউটদেও সাথে যোগাযোগ স্থাপন করেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.