
আইয়ুব হোসেন রানা: সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর ২০২২) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডের সালাম গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি সহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, বিট পুলিশিং কার্যক্রম আরও ত্বরান্বিত করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনাম‚লক বক্তব্য প্রদান করেন। এছাড়া পুলিশ সদস্যদের ছুটি বা অন্য কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় তাকে অবহিত করার জন্য নির্দেশ দেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোঃ ফখরুল আলমসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন ।