নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান, সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম, ডিআইও ১ শেখ ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ। সভায় কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসারদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। এবার শ্রেষ্ঠ ওসি হিসেবে সাতক্ষীরা সদর থানার ওসি মো. মহিদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের অতিরিক্ত পুলিশ সুপার বিট পুলিশিং কার্যক্রম এবং নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী মিটিং করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।