নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু) ও জেলা পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সদর উপজেলার ব্রাহ্মরাজপুরে হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধংনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি মো. আনছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ডা. মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি মেম্বার আফরোজা বেগম, আওয়ামীলীগ নেতা মো. কবির হোসেন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল-আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সদস্য শিক্ষক আব্দুস সাত্তার।