
আলহুসাইন অমি: পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ছাত্র সমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কায়সারুজ্জামান হিমেলের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে জেলা সদরের ১নং ওয়ার্ডের গদাই বিল, মাঠ পাড়া, নিকড়িপাড়া, কাস্টম গোডাউন মোড়, দক্ষিণ কাটিয়া ও মধ্য কাটিয়ার ৭শ’ ৫০টি অসহায় পরিবারের মাঝে সেমাই, নুডুলস, দুধ, চিনি সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করে জেলা ছাত্রসমাজের নেতাকমীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সহ সভাপতি নাহিদুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ইছরাফুল, কোষাদক্ষ মঞ্জুরুল মিলন, সদর সভাপতি আশরাফুজ্জামান রকি, সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর সচিব মনোয়ার হোসেন রুমি, ১ নং ওয়াড সভাপতি শরিফুল ইসলামসহ ছাত্রসমাজের নেতাকমীবৃন্দ।
এ সময় দেশের এই ক্লান্তি লগ্নে জেলার সকল বিত্যবানদেরকে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানান সংগঠনটির সভাপতি কায়সারুজ্জামান হিমেল।