ইয়ারব হোসেন: বাংলাদেশ ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের বিরুদ্ধে গঠণতন্ত্র পরিপহ্নি কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান গঠণতন্ত্র পরিপহ্নি কর্মকা-ে জড়ির থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার সেই সঙ্গে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় দপ্তরে জীবন বৃত্তান্ত জমা দানের জন্য আহব্বান জানানো হল।
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছাত্রলীগ কর্মী শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮) নিহত হয়। সাইফুল ইসলাম শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে তিনি বসবাস করতেন। পুলিশের দাবি নিহত দুইজন ছিনতাইকারী। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। পুলিশ বলছে, এ ঘটনার মূল পরিকল্পনাকারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। নিহত দুইজন সাদিকুর রহমানের ঘনিষ্ট সহযোগী। অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে আসামী করে সদর থানায় একটি অস্ত্র আইনে মামলাও হয়েছে।