নিজস্ব প্রতিবেদক: “খেলা ধূলায় বাড়ে বল মাদক ও মোবাইল গেম ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ আন্ত: ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে শাল্যে চেয়ারম্যান আব্দুল গফ্ফার স্মৃতি ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্ত: ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রমুখ।
সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ আন্ত: ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৫৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ৫১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পূর্ববর্তী পোস্ট