নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতায় অংশ নেয় ঘোনা ক্লাব, ড. শরিফুল ইসলাম ক্লাব, ছয়ঘরিয়া যুব সংঘ ক্লাব ও খানপুর ক্লাব। ভলিবলের ফইনাল খেলায় ড. শরিফুল ইসলাম ক্লাবকে পরাজিত করে ঘোনা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, ক্রীড়ামোদি দর্শক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।