
আব্দুর রশিদ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক আন্দোলন সংগ্রাম ও অত্যাচার-নির্যাতন সহ্য করে ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাংলাদেশ বর্তমান সময়ে একটি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু ষড়যন্ত্র থেকে নেই। তাঁর পরিবারের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। যারা স্বাধীনতায় বিশ^াস করেনা। যারা বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীতকে বিশ^াস করেনা যারা বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল। তাদের বিচার বাংলার মাটিতে বিচার হয়েছে এবং চলমান রয়েছে। দেশ বিরোধী চক্রের আত্মীয় স্বজন ও সন্তানেরা ব্যাপকভাবে দেশী বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনে নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুত্তরাষ্ট্রসহ বিদেশী ষড়যন্ত্র চলছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।” এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি সেলিম রেজা মুকুল, এড. আল-মাহমুদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। অফিস উদ্বোধন শেষে জেলা কৃষক লীগের পক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুসরণ সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।