ফিরোজ হোসেন: ২শ’৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকার জন্য সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, যুগ্ম দায়রা জজ মোখলেছুর রহমান, যুগ্ম দায়রা জজ ফারুক ইকবাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, ইয়াসমিন নাহার, রাজিব রায় চৌধুরী সহ সহকারী জজ ও আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ২শ’ ৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকা রেখে প্রিয় মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। বিচার বিভাগকে এগিয়ে নিতে তিনি আগামীতে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন।