
নিজস্ব প্রতিবেদক: স্কাউটার মো. আনোয়ারুল ইসলাম জাতীয় শিক্ষা পদক ২০১৯ এ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হযেছেন। তিনি কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিটিজিআর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান ও মোছা. আলেয়া খাতুনের জ্যেষ্ঠ পুত্র। বর্তমনে তিনি নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি একজন উডব্যাজধারী স্কাউটার। ২০১৮ সালে কালিগঞ্জ উপজেলা কাব ক্যাম্পুরীতে সাব ক্যাম্প চীফ ও ২০১৯ সালে সাতক্ষীরা জেলা কাব ক্যাম্পুরীতে ডেপুটি সাব কাম্প চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২৯৮ তম, ৩০৬ তম ও ৩৬৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করছেণ। এছাড়া ৩৭২ তম ও ৩৭৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কাউট শাখারও একজন সেবিক কোর্স সম্পন্নকারী স্কাউটার। তিনি ২০১৭ সাল থেকে কালিগঞ্জ উপজেলার কাব লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্যের জন্য তিনি উর্দ্ধতন মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।