নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু শনিবার (১৬ জানুয়ারী) মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই মনোনয়ন পত্র দাখিল করেন। গতবার তিনি সম্মান জনক ভোট পেয়ে পরাজিত হন। দীর্ঘ দিন ধরে পৌরবাসীর পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করায় এবার তার অবস্থান যথেষ্ট ভাল। ক্লিন ইমেজধারী এই প্রার্থী এবার মাঠ পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছে। আর এ কারনেই এবার সহজেই জয় পেতে পারে বলে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে।