সাতক্ষীরা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়ন এবং শিশু–কিশোর ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৩ ডিসেম্বর) সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার উপজেলা অফিসার্স ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা-তে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে Tdh ফাউন্ডেশনের সহযোগিতায় “Climate Action at Local Level (CALL)” ককনসোটিয়ামের আওতায় এবং Sports for Protection, Resilience and Transformation (SPiRiT) উদ্যোগের অংশ হিসেবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এছাড়াও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পর্যায়ের অংশীজন, সমাজকর্মী, শিশু ও যুব প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মশালায় শিশু ও যুবরা তাদের সমাজ উন্নয়ন, শিশু সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গৃহীত বিভিন্ন উদ্যোগ সবার সামনে উপস্থাপন করেন। তারা খেলাধুলাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাদের ভূমিকা ও অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিশু ও যুবদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে শিশু ও যুবদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এসব কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও শিশু ও যুবদের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এসব উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়