নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়া কুশডাঙ্গায় স্থানীয় ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা বিধবা নারী মর্জিনার ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার ১৮ আগস্ট বিকালে পূর্ব জমি জায়গার বিরোধ থেকে ইউনিয়ন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন ও তার সাঙ্গ পাঙ্গরা প্রকাশ্য দিবালোকে ভাঙচুর চালায়।
এ সময় ভুক্তভোগী মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন, কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজন সহ কয়েকজন তার বাড়িতে ভাঙচুর করে। ক্রয়ের অতিরিক্ত জমি ফেরত দিতে চাইলেও তারা কোন কথা নাশুনে এ ভাংচুর চালিয়েছে।
শট ৩ ভুক্তোভুগি মর্জিনা খাতুন
এ বিষয়ে হামলাকারি সাবেক যুবদল নেতা মাহমুদুল হাসান সুজন বলেন এটা কোন দলীয় বিষয় না, আমার দাদার ২শ বছরের পুরাতন সম্পত্তি। বিকৃত অংশ বাদে যে জমি দখল করে রেখেছে সেটুকু উদ্ধারের চেষ্টা করেছি।এছাড়া বিগত সময়ে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের কোন ভাড়া দেয়নি। ৫ আগস্ট পরবর্তী সময় তাদেরকে তাগিদ দিচ্ছি।এক জায়গা বসার জন্য।কিন্তু তারা কোনভাবে সাড়া দেয়নি।
শট ২ হামলাকারি সাবেক যুবদল নেতা মাহমুদুল হাসান সুজন
শট ১ কলারোয়া থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শাইফুল ইসলাম বলেন, গত ১৮ আগষ্ট কুশোডাঙ্গা থেকে মর্জিনা খাতুন নামে একজন মহিলা এসেছিলেন। বাড়ি ভাঙচুরের অভিযোগ নিয়ে। ঘটনা তদন্তের জন্য আমি এসআই কে পাঠিয়েছিলাম। এবং ঘটনার সত্যতা পাই। মামলা রেকর্ড করার সময় বাদি বিবাদি এসে স্থানীয়ভাবে মিমাংসার সময় চাওয়ার ফলে আমি তাদেরকে সময় দিয়েছে।
২০.০৮.২৫