
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চৌদ্দ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা এবং মাদরা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় উইনসিরাক্সসহ প্রায় চৌদ্দ লক্ষ টাকার শাড়ি ও ঔষধ আটক করে।
মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ০৯ ও ১৪ আরবি হতে আনুমানিক ২০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আনারস বাগান ও মাদরা নামক স্থান হতে ৩৯,৪০০/- টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স ও শাড়ি আটক করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপি এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনিুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালী নামক স্থান হতে ১৩,৩০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট=১৩,৬৯,৪০০/-(তেরো লক্ষ ঊনসত্তর হাজার চারশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

