নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় ১১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।রোববার (১৩ অক্টোবর ২০২৫) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।এর মধ্যে সুলতানপুর বিওপির আভিযানিক দল কলারোয়া থানার আমবাগান এলাকায় সীমান্ত পিলার-১৭/১ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট ও ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।তলুইগাছা বিওপির দল সাতক্ষীরা থানার তেতুলবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ,কাকডাঙ্গা বিওপি দল কলারোয়া থানার ভাদিয়ালী এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকার ওষুধ,মাদরা বিওপি দল রাজপুর এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ওষুধ,ভোমরা বিওপি দল একই এলাকার রাজপুর গ্রাম থেকে ৭০ হাজার টাকার ওষুধ,কুশখালী বিওপি দল শ্মশান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ,চান্দুরিয়া বিওপি দল বরইবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং হিজলদী বিওপি দল শিশুতলা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।বিজিবি জানায়, এসব পণ্য চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। অবৈধ পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের রাজস্ব রক্ষা ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিজিবির এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।