
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদসহ সাড়ে নয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
অদ্য ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিলজদী বিওপি এবং বাকাল চেকপোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদসহ সাড়ে নয় লক্ষাধিক টাকার শাড়ি ও ঔষধ আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় মদসহ ৪,৩৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি আটক করে। বাঁকাল চেকপোস্টের দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চেকপোস্ট এলাকায় হতে ০৪ বোতল মদসহ ২৭,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/৫৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ইদগাহ নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ২৪,০০০/-টাকা মূল্যের শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মাঠ পাড়া আম বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদসহ ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মাঠ পাড়া আম বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদসহ ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও,পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট=৯,৫৪,০০০/- (নয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা) মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।

