
প্রেস বিজ্ঞপ্তি: গতকাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিকেল চারটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সাধারন সম্পাদক সুরেশ পান্ডে ও কাজী মাসুদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম। উদীচীর বিষয়ে আলোচনা করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক ও উদীচীর নির্বাহী সদস্য অধ্যক্ষ আনিসুর রহিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি মন্ময় মনির ও তামান্না জাবরিন। সঙ্গীত পরিবেশন করেন আবু আফফান রোজ বাবু, চৈতালি মুখার্জি, মোঃ আজিজ, বিউটি চক্রবর্তী, পাপিয়া প্রমুখ।