প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
“সাতক্ষীরা’৯৩ এর পক্ষ থেকে এসএসসি পাশকৃত কৃতি সন্তান সংবর্ধনা’২৫
সাতক্ষীরা'৯৩ এর পক্ষ থেকে ১২ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন সরদার প্লাজার ২য় তলায় অত্র সংগঠনের সদস্যদের এসএসসি পাশকৃত কৃতি সন্তান সংবর্ধনা'২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা'৯৩ এর পক্ষে সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সখীপুরের সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) এর সভাপতিত্বে এবং সাতক্ষীরা'৯৩ এর বন্ধু মোফাজ্জেল হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুরুতে সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্যের পাশাপাশি কৃতি সন্তানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আলোচনা রাখেন সাতক্ষীরা'৯৩ এর বন্ধু ও সহযোগী অধ্যাপক মো: হাবিবউল্লাহ, মো: সাব্বির হোসেন, বাস্তবায়ন কমিটির সদস্য মো: তৌফিকুর রহমান প্রমূখ।
সাতক্ষীরা'৯৩ এর বন্ধু মাসুদ বাবু'র সার্বিক তত্বাবধানে এবং বন্ধু এড. জাহিদ মাসুদ, বাস্তবায়ন কমিটির সদস্য মাহমুদ হোসেন রুমন, সদস্য ও ব্যাংক ব্যবস্থাপক মো: ইলিয়াস ইকবাল, সদস্য সেহেলী পারভীন শিল্পী, সাতক্ষীরা'৯৩ এর বন্ধু আব্দুল কাদের, আমিনুল হক সান্টু, জাহাঙ্গীর আব্দুল্লাহ,শামসুদ্দোহা,বখতিয়ার,হাসান, পলাশ সহ বিভিন্ন বন্ধুদের সহযোগিতায় কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা'৯৩ এর পক্ষে অফিসিয়াল বক্তব্য পেশ করেন বন্ধু শাহনাজ পারভীন।
এসএসসি'২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি সন্তান সহ মোট ১৩ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
এ সময় সাতক্ষীরা'৯৩ পরিবারের সদস্য ও কৃতি সন্তানদের অভিভাবক, বন্ধু ও ব্যাংক ব্যবস্থাপক মৃত্যুঞ্জয় কুমার গাইন, বন্ধু ও ব্যাংক ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, বন্ধু ও ব্যাংক ব্যবস্থাপক অর্জুন কুমার বসু, প্রভাষক আলহাজ্জ মো: আমিনুর রহমান, ইদ্রিস আলী শোভন, এড. সোহরাব হোসেন,আলী আশরাফ সহ বিভিন্ন বন্ধু তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে কৃতি সন্তানদের অভিভাবকদের পক্ষ থেকেও সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.