
নিজস্ব প্রতনিধি : সাতক্ষীরা সদরের মুনজিতপুর এলাকায় অভিযান চালিয়ে সময় নগদ ৪০ হাজার টাকাসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে শহরের মুনজিতপুর এলাকার হায়দার আলী তোতার বাড়িতে এ অভিযান চালানো হয়। তাৎক্ষনিক আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক জানান, বাসা ভাড়া নিয়েছিল পলাশপোল এলাকার শরীফ। ভাড়া নেওয়ার পর থেকেই সে সেখানে গোপনে জুয়ার বোর্ড চালানো শুরু করে। ঘটনাটি দৃষ্টিতে আসার পর প্রশাসনকে অবহিত করা হয় ও সার্বিক সহযোগিতাকে করে জুয়াড়ীদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারান চন্দ্র পাল বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মুনজিতপুর এলাকার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৯ জুয়াড়ীকে আটক করা হয়েছে। এছাড়া নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, দীর্ঘদিন সেখানে জুয়ার বোর্ড চলছিল। আটক জুয়াড়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।