নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালীন সময়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সৌজন্যে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বেলা ১২টায় শহরের সুলতানপুর বড় বাজারে মল্লিক ভান্ডারে এমপি রবির পক্ষ থেকে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু এ সেমাই চিনি অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সহ-সভাপতি শেখ মিয়ারাজ বিশ^াস, যুগ্ম সম্পাদক মো. রজব আলী খাঁ, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাকিম গাজী, ফজর আলী খোকা, ইস্রাফিল, সবুজ, ফিরোজ প্রমুখ।