
ফিরোজ হোসেন: সাতক্ষীরায় ২১দিন ব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ,জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মনিরুজ্জামান, আসলামুর রহমান,ক্রীড়া শিক্ষক ইমরান কবির, আব্দুর রাজ্জাক, হকি প্রশিক্ষক মাহিম রহমান। প্রশিক্ষনে তিনটা স্কুল হতে ৩০ জন শিক্ষার্থীদের ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।উল্লেখ্য পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের হকি দল আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে যাওয়ায় জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে তাদের ২০ টি স্টিক ও ৬ পিচ বল প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার ছেলে ও মেয়েরা জাতীয় পর্যায়ে খেলা করে সাতক্ষীরার সুনাম অর্জন করেছে। হকি খেলায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় আঞ্চলিক পর্যায় চ্যাম্পিয়ন হয়েছে। তারা জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ান হয়ে সাতক্ষীরা সুনাম অর্জন করবে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মীর রফিউল ইসলাম।