
ইয়ারব হোসেন “আর নয় মাদক”। এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ভারত থেকে চোরাই পথে মাদক এনে ব্যবসা করতো। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা মাদক ব্যবসার সাথে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। মাদকের প্রতি ঘৃণা ছুড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহবানে শনিবার (১৮ জানুয়ারী) সদর থানা চত্বরে এসে আত্মসমর্পন করেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গিকার করেন। তিনি জানান, তাদেরকে পর্যবেক্ষনে রেখে ভাল পথে চলছে কিনা প্রতিনিয়ত খোঁজ রেখে পর্যায়ক্রমে তাদের মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুরোধ জানানো হবে।
আত্মসমর্পনকারীরা হলেন, গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি,মো. আলাউদ্দিন , ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন , শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন , আজিজ ও আজিজার রহমান।
উল্লেখ্য, এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিনিয়ত অভিযান পরিচালনার ফলে এলাকায় টিকতে না পেরে পুলিশের আতংকে স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে আত্মসমাপর্ণের সিদ্ধান্ত নেয়।