আরিফুল ইসলাম আশা:
‘আর নয় মাদক। মাদক গ্রহন নয়, বেচাকেনাও নয়’ এই ¯েøাগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রচারাভিযান ও মোটরসাইকেল র্যালি। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বাজার থেকে মাদক বিরোধী প্রচারাভিযানের অংশ হিসাবে বেসরকারি সংস্থা “সেবা সংসদের” উদ্যোগে ১২০ কিলোমিটার পথপরিক্রমায় একটি মোটর সাইকেল র্যালি বের হয় ।
র্যালিটি সাতক্ষীরা শহর, দেবহাটার পারুলিয়া, সখীপুর, কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ, কাটুনিয়া রাজবাড়ি, শ্যামনগরের খানপুর, নূরনগর, পরানপুর, নকীপুর শাহী মসজিদ, বংশীপুর, ঈশ্বরীপুর শাহী মসজিদ, মুন্সিগঞ্জ বাসস্টাÐ, কলবাড়ি, নবেকি, কালিগঞ্জের বালিয়াডাঙা বাজার,বিষ্ণুপুর বাজারসহ বিভিন্ন দর্শনীয় পয়েন্ট ও পুরাকীর্তি ঘুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ করে জনসচেতনতার সৃষ্টি করে।
সর্বশেষ সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে মাদক বিরোধী সমাবেশ শেষে বিকল্প পথে তারা দীর্ঘ মোটর সাইকেল র্যালি শেষ করেন। বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন সেবা সংসদের সভাপতি কওসার আলি, সেক্রেটারি রজব আলি, মো. মহিবুল্লাহ, জুলফিকার আলি ও ডাঃ মো. ইসরাইল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারত সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। সুন্দরবনসহ ডাঙা ও নদী সীমান্ত দিয়ে প্রতিদিন আসছে ফেনসিডিল, গাজা, ইয়াবা, মদ, চরসসহ বিভিন্ন ধরণের ভয়ঙ্কর সব মাদক।
সীমান্তে গ্রামবাসির সচেতনতার অভাবের ফলে এ দীর্ঘ সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ করতে পারছে না আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা। ফলে যুব সমাজ মাদকের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে।
এ থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু ও বৃদ্ধরাও। ফলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ব্যহত হচ্ছে। তারা এ সময় মাদক থেকে সরে এসে আলোকিত পথ ধরার আহবান জানান।