
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো ৫৫টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের নিকট মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।
এসময় তিনি বলেন, বিগত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সাতক্ষীরার ৮টি থানায় জিডি হয়েছে ৭৪১ টি,আর পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করতে পেরেছে ২৪২ টি, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলাতে উদ্ধার কাজ চলমান রয়েছে আরো ২৩টি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলশের বিশেষ শাখার পরিদর্শক মিজান প্রমূূখ।