নিজস্ব প্রতিবেদক: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল লষ্কর পেট্রোল পাম্পের সামনে মটর সাইকেল ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত যুবক পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল লতিফ গাজীর পুত্র ইমরান গাজী(২২)। আহত ঐ আরোহী একই গ্রামের আনিসুর রহমান গাজীর পুত্র আসাদুল গাজী(৩২)। আহত আসাদুলকে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কর্মীরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার(৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই দু’যুবক পালসার মটর সাইকেল যোগে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি কাভারভ্যানের সাথে লষ্কর ফিলিং ষ্টেশানের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঘাতক কভার্ডভ্যানটি জব্দ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাইভার বগুড়া জেলার ফুলবাড়ি এলাকার দক্ষিন হাজী পাড়া গ্রামের গোলাম মাহবুব টুটুল(৫০) কে ট্রাক সহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা হাইওয়ে পুলিশ গ্রহন করবে।