মাসুদুর রহমান মাসুদ: ২০১৯-২০ কর বর্ষে সাতক্ষীরা কর অঞ্চলে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন একই পরিবারের আপন দু’ভাই সহ ৭ জন। এর মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিন জন, দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে দু’জন, ৪০ বছর বয়সের নীচে তরুণ পরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে একজন এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন একজন। “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে সাতক্ষীরা জেলার সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতারা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
প্রাপ্ত তথ্য মতে, ২০১৯-২০ করবর্ষে সাতক্ষীরায় সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নির্বাচিত তিন জন হলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা’র পুত্র মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্ত্বাধিকারী আশিকুর রহমান, সাতক্ষীরা সদরের বাাঁকালের মরহুম শেখ মোশাররফ হোসেনে পুত্র শেখ মোকাররম হোসেন, ও ভোমরা স্থল বন্দরের মরহুম আব্দুল গফুর মোড়লের পুত্র ফরিদ হোসেন।
দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে নির্বাচিত দু’জন হলেন, সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মৃত কালিপদ পালের পুত্র দিলীপ কুমার ও পাটকেলঘাটার মৃত ললিত মোহন সাধূর পুত্র জগন্নাথ সাধু।
৪০ বছর বয়সের নীচে তরুণ পরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা’র অপর পুত্র জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন যশোরের শার্শা উপজেলার এবং বর্তমান সাতক্ষীরা সদরের ভোমরার আবুল হোসেনের কন্যা নিশিতা আক্তার।
উল্লেখ্য নির্বাচিত সেরা করদাতা আপন সহোদর আশিকুর পেশায় একজন ছাত্র। সে সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউ এ কম্পিউটার ডিপ্লোমায় পড়াশুনার পাশাপাশি ৮ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে আমদানী রপ্তানি ব্যবসা করে আসছে। অপর ভাই আজহারুল একজন মৎস্য ব্যবসায়ী ও ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত। তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। বিগত ৭ বছর যাবৎ এই পরিবারটি সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছে। আয়কর দিয়ে দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী।
২০১৯-২০ করবর্ষে সেরা অপর পাঁচজন করদাতার প্রত্যেকেই আমদানি রপ্তানি ব্যবসায়ী বলে জানা গেছে। সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, ‘উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাড়াতে হলে অভ্যন্তরীন সম্পদ ব্যবহারের কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বস্ফুর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রবিউল হোসেন, জেলা পরিষদের সদস্য জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা প্রমুখ। এ সময় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ের কর্মকর্তা ও করদাতারা উপস্থিত ছিলেন।