নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করেছে সেঞ্চুরি একাডেমি। গত ৭ই এপ্রিল থেকে বিনামূল্যে শাক সবজি বিতরণ কার্যক্রম শুরু করে সেঞ্চুরি একাডেমি। তারই ধারাবাহিতায় মঙ্গলবার (১২ই - মে) সকাল থেকে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে কলমি শাক ২২৫ আঁটি , পুইশাক ৭২১আঁটি , ঢেড়স ৩ মণ ৩৮ কেজি, লাউ ১৭৭ পিছ, শশা/ক্ষীরা ৬ মণ ২ কেজি, কাগজি লেবু ১৮০০ পিছ, ডাটা শাক ১৫০ আঁটি বিনামূল্যে বিতরণ করা হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে প্রায় ১৫শ' অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে দুই আইটেম এর শাক সহ বিভিন্ন ধরনের সবজি সবজি তুলে দেওয়া হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।
কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম প্রমুখ।