করলে চেষ্টা রক্ষা হবে আমাদের দেশটা এই ¯েøাগানকে সামনে নিয়ে সাতক্ষীরা শহরে সেচ্ছাসেবী সংগঠন চেষ্টার উদোগ্যে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। সোমবার সকাল থেকে শহরের খুলনা রোড মোড়, লাবণী মোড়, সঙ্গীতা মোড়, পাকাপুলের মোড় সহ বিভিন্ন স্থানে শহরে যাতায়ত করা মটরসাইকেল, ইজিবাইক ,প্রাইভেটকার ,ভ্যান, রিক্সা সব ধরনের যানবাহনে স্প্রে ছিটানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে নিজ অর্থে তারা যুবকেরা মিলে এই মানবতার কাজ করে যাচ্ছে। সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মোঃ আবু হাসান সাতনদীকে জানান ,আমারা ২০জন যুবক ছেলেরা মিলে এই সংগঠনটি করছি আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করে যাচ্ছি। আমাদের সাথে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে সদস্য মোঃ আকাশ ইসলাম, শরিফুল,শাহীন, আনারুল,মনিরুল,তরিকুল, সবুজ ,রনি,রানা আরো অনেকে । আমরা মানুষকে সচেতনয়তা করছি পাশাপাশি জীবানুনাশক স্প্রের কাজ চালিয়ে যাচ্ছি।