
মাসুদুর রহমান মাসুদ:
প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিতা উৎসব। “নিরাপদ জীবনের জন্য কবিতা” শ্লোগান নিয়ে আগামী ১২ ডিসেম্বর ২০২০ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের ষোড়শ কবিতা উৎসব। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির’র সভাপতিত্বে দপ্তর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য প্রদানপূর্বক উৎসব দপ্তর উদ্বোধন করেন কবি আরশি বাউল। সভায় বক্তব্য রাখেন কবি গুলশান আরা, শাহানা আকতার, আবু সালেক, আব্দুল্লাহ সিদ্দিক, নবকুমার ঢালী, বিশ্বরূপ চন্দ্র ঘোষ, তৌফিক আহমেদ, সালেহা আকতার প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এবারের উৎসবের আহবায়ক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ।