নিজস্ব প্রতিবেদক: পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা রথ খোলার সৎসঙ্গ মন্দিরে জন্মমহোৎসব এর আয়োজন করা হয়। বাংলাদেশ সৎসঙ্গ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচি পালিত হয়েছে। শুক্রবার ব্রক্ষ্ম মুহুর্তে মাঙ্গলিকী নবহৎ ও উষাকীর্তন। তৎপর প্রাতকালীন বিনতি প্রার্থনা, শ্রীশ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ শেষে নির্দিষ্ট সময়ে শ্রীশ্রী ঠাকুরের ভোগ নিবেদন শেষে শুরু হয় শিশু কিশোরদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠান। উক্ত বিচিত্রা অনুষ্ঠানে ভক্তি মুলক গান,কবিতা, ছড়া বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বানী পাঠের মাধ্যমে শেষ হয়। উৎসবে মায়েদের জন্য "সুষ্ঠু সুন্দর পরিবার গঠনে মাতৃ জাতির দায়িত্ব ও কর্তব্য " আলোচ্য বিষয়ের উপর মায়েদের আলোচনার জন্য মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়। মাতৃ সম্মেলনে কমলা রানী মন্ডলের সঞ্চালনায় বিষয় বস্তুর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মায়েরা । মাতৃ সম্মেলন শেষে শুরু হয় সাধারণ ধর্ম সভা। উক্ত সাধারণ ধর্মসভায় "বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বানী এবং সৎ দীক্ষার প্রয়োজনীয়তা " আলোচ্য বিষয় বস্তুকে সামনে রেখে গৌতম ঘোষের সঞ্চালনায় সুব্রত আদিত্যর সভাপতিত্বে সাধারন ধর্মসভায় উপস্থিত বিশেষ বক্তারা ধর্মীয় ও তাৎপর্য পুর্ন বক্তব্য প্রদান করেন। সাধারন ধর্মসভা শেষে সন্ধ্যা বিনতি প্রার্থনা মাধ্যমে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে মুল অনুষ্ঠান সূচির সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, দিনব্যাপী সহপ্রতি ঋত্তিকদের দীক্ষা দানের সুব্যবস্থা ছিলো। এবং ভান্ডারের প্রসাদ বিতরন করা হয়ে ছিলো।