রুবেল হোসেন: ১৭ ই মার্চ ২০২২ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেল শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন। এসময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আহবায়ক মো. জোহর আলী, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান। এসময় উপস্থিত ছিলেন মো. ইসহাক আলী,মো. আজাদ আলী, মো. মাসুম বিল্লাহ, মেহেদী হাসান,মো. সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের কাদুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগে সাতক্ষীরা পৌর শাখার সদস্য সচিব রমজান আলী।