
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সহায়) এর উদ্যোগে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও উপজেলা শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। আরো উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সদর উপজেলা তথ্য আপা মোছা: হিরা খাতুন, বিভিন্ন ইউনিয়নের সচিব, ইমাম, শিক্ষক, সাংবাদিক, যুবক-যুবতী, মহিলা মেম্বরসহ সহায় এর সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতায় ছিলেন, মানুষের জন্য ফাউন্ডেশন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, নাঈমা নাজনীন।