
নিজস্ব প্রতিবেদক:
‘সকলের জন্য শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ ¯েøাগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে নানা আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি জেলার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতির সৃজনশীল উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহবান জানান।
এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা শিল্পকলা একাডেমিকে সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসকের সাথে সমন্বয়ের মাধ্যমে এ জেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জেলার সামগ্রিক উন্নয়নে আমার যে কোন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি কাজী আরিফুর রহমান, সহ সভাপতি নাসরিন খান লিপি, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, যুগ্ম সম্পাদক বরুণ ব্যানার্জী, শামিমা পারভীন রত্মা, শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য শেখ নুরুল হক, সদস্য আবু আফফান রোজ বাবু, ফারহা দিবা সাথী, আবু আফফান রোজ বাবু, পল্টু বাশার, হেনরী সরদার প্রমুখ।
দেশের সংস্কৃতি চর্চার জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথিসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তাদের বেøজার উপহার প্রদান করেন। এতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ¡াস আর সৌন্দর্য্যরে নতুন মাত্রা যুক্ত হয়। আলোচনা সভা শেষে সংঙ্গীত, গান, নৃত্য উপভোগ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।