প্রেস বিজ্ঞপ্তি: বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধিন ইয়ূথ হাব সাতক্ষীরার হলরুমে ক্লাইমেট একশন প্লাটফর্ম তৈরীর বিষয়ে মিটিং অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস মিটিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। জলবায়ু ও পরিবেশ বিপর্যয় বিষয়ে যে সকল যুব সেচ্ছাসেবী সংস্থা কাজ করে সকলকে একত্রিত হয়ে যৌথভাবে কাজ করাই এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য। এ সময় হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বিন্দুর নির্বাহী প্রধান জান্নাতুল মাওয়া, একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটেটর জিসান মাহমুদ, প্রকল্প সমন্বয়কারীমো: তহিদুজ্জামান তহিদ, রেড ক্রিসেন্ট সহ ইয়ূথ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।স্থানীয় পর্যায়ে পরিবেশ বিপর্যয় প্রতিরোধের লক্ষ্যে যেসব সমমনা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক আছে সেগুলোর সাথে একাত্ম হয়ে বিভিন্ন ধরনের যৌথ উদ্যোগ করা হবে। পাশাপাশি যুবদের এসব নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ তৈরী করা। স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কের কার্যক্রম যাতে আরো শক্তিশালি হয় সে ব্যাপারে কাজ করতে হবে।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্লাটফর্মের নামকরন করা হয় ”সাতক্ষীরা ইয়ূথ ক্লাইমেট একশন প্লাটফর্ম” (সাইক্যাপ)। আগামী ডিসেম্বর-২২ পর্যন্ত কি কি পরিকল্পনা আছে এবং যৌথভাবে কার্যক্রম করা যায় সে বিষয়ে একশন প্লান তৈরী করার সিদ্ধান্ত হয়।