ফিরোজ হোসেন : সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমিতে দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরা মুন্সি পাড়া স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার বাস্তবায়নে এ ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মোসলেমা আদর্শ একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব নুর মোহাম্মাদের সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশরাফ আলী, সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইডেন ব্লাড মিডিয়া সাতক্ষীরার সম্পাদক টিপু সুলতান,সাবেক পৌর কাউন্সিলর ফখরুল হাসান লাভলু,মাওলানা মোস্তাফিজুর রহমান,মার্কেটিং ইনচার্জ আবুহেনা মোস্তফা কামাল বুলবুল। ক্যাম্পে ব্লাড গ্রুপিং করান টেকনিশিয়ান আব্দুর রহিম, ফজলুর রহমান, শারমিন সুলতানা প্রমুখ। উল্লেখ্য ক্যাম্পে ১২০ জন ছাত্র ছাত্রী কে ব্লাড গ্রুপিং করা হয়।